পুরুলিয়ায় ‘বঙ্গধ্বনি যাত্রা’য় ঝুমুর, টুসু, বাউল

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২১ ডিসেম্বর: বঙ্গধ্বনি যাত্রায় আদি লোকসঙ্গীত ঝুমুরকে ব্যবহার করছে পুরুলিয়া জেলা প্রশাসন। সেই সঙ্গে রয়েছে টুসু ও বাউলও। পুরুলিয়ার মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে, ঝুমুর অনুরণিত হয়। আর এখন পৌষ পার্বনের আগে মাটির গান টুসু গানও গেয়ে উঠছেন মহিলারা। তাই সেই ঝুমুর, টুসু, বাউলের সুরে সুরেই গত দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে বঙ্গধ্বনি যাত্রায়।

জন্ম থেকে মৃত্য, সবুজশ্রী থেকে সমব্যথী রাজ্যের একগুচ্ছ প্রকল্প ঝুমুর, টুসু গানে তুলে ধরছেন লোক শিল্পীরা। সেই সঙ্গে রয়েছে বাউল গান। ঝুমুর, টুসু, বাউলে রাজ্যের উন্নয়নের কথায় পুরুলিয়ার মানুষের মন, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কারণ মানুষ যে এ সবই হাতে হাতে পেয়েছেন, দাবি প্রশাসনের। সেই সঙ্গে পুরুলিয়ার লোক জীবনের সুখ-দুঃখ, হাসি কান্না জড়িয়ে রয়েছে এই আদি লোক সংস্কৃতি ঝুমুর, টুসুতে। লোক সুরে, কথা এবং গান সরকারের উন্নয়নেও উঠে আসে। জেলাবাসীর কাছে সহজ ভাবে তা পৌঁছতেই এই উপায় অবলম্বন করেছে জেলা প্রশাসন। প্রশাসনের আশা এই ভাবেই সফল হবে পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *