LIC-ও বিলগ্নিকরণের রাস্তায়, সংস্থার শেয়ার বিক্রি করবে সরকার , বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

আমাদের ভারত,১ ফেব্রুয়ারি:ভারতবর্ষের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব বিমা সংস্থা এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ২০২০-র বাজেট পেশ করার সময় একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এলআইসির হাউসিং ফাইন্যান্সের মূল্য পাঁচ শতাংশ বেড়ে গেছে। তবে ঠিক কত শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে তা জানাননি অর্থমন্ত্রী।

সীতারমণ জানান, সরকার তহবিল সংগ্রহের জন্য বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে এলআইসি শেয়ার ছাড়বে। এলআইসি শেয়ার বিক্রির কারণ হিসেবে সিতারমণ বলেন, গত বছর আর্থিক ঘাটতির পরিমাণ ছিল জিডিপির ৩.৮ শতাংশ। সেই ঘাটতির পরিমাণ কমানোর লক্ষ্যেই এলআইসিকে আংশিকভাবে বেসরকারি হাতে দিতে চলেছে সরকার।

দীর্ঘদিন ধরেই এলআইসির বিলগ্নিকরণ নিয়ে নানা জল্পনা চলছিল। এবার বাজেটে ঘোষণায় পরিষ্কার হলো বেসরকারি বাজারে পা দিতে চলেছে এলআইসি। চলতি অর্থবর্ষে কেন্দ্রের বিলগ্নীকরণ এর লক্ষ্যমাত্রা ছিল ১.০৫ লক্ষ কোটি টাকা। আগামী অর্থবর্ষে সেই লক্ষ্যমাত্রা ২.১ লক্ষ্য কোটি টাকা স্থির করেছে সরকার। তারই অংশ হিসেবে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির কথা বলা হয়েছে। বিলগ্নীকরণ হচ্ছে শিপিং কর্পরেশন, বিপিসিএল এর মত একাধিক সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *