আমাদের ভারত, ২১ ডিসেম্বর:দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন প্রজাতির সংক্রমণ ব্রিটেনে। এমনকি সেখানে পরিস্থিতি ধিরে ধিরে হাতের বাইরে চলে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। ব্রিটেন ছাড়াও আরও বেশ কিছু দেশেও করোনার এই নতুন প্রজাতির ছড়িয়ে পড়ার খবরে অনেক বেশি আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু দেশবাসীকে এই নিয়ে আতঙ্কিত না হওয়ার হওয়ার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন করোনার এই নতুন প্রজাতির সংক্রমণ ঘিরে সরকার সতর্ক রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়,” সরকার সম্পূর্ণভাবে সতর্ক রয়েছে। আপনারা সবাই জানেন গত এক বছর ধরে আমরা মানুষের সুরক্ষার জন্য সব ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। কি করতে হবে তার জন্য সবর্দা সতর্ক রয়েছি আমরা। আতঙ্কের কোন কারণ নেই।”
দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিলেন যাতে ব্রিটেনের সাথে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা দেওয়া যায়। তিনি বলেছিলেন,” ব্রিটেনে করোনার নতুন প্রজাতির দেখা দিয়েছে যা দ্রুত ছড়াচ্ছে। আমি আবেদন করছি যাতে ব্রিটেনের সঙ্গে সব বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।”
রবিবার ব্রিটেনের স্বাস্থ্য সচিব জানিয়েছেন করোনার এই নতুন প্রজাতির কারণে চূড়ান্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দেশে। করোনাভাইরাসের এই নতুন স্ট্রেইনের কারণে ব ব্যপক হারে সংক্রমণ বাড়ছে। শনিবারই ইংল্যান্ডের দক্ষিনে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতির থেকে সংক্রমণ ছড়ানোর গতি আগের থেকে অনেক বেশি। ব্রিটেনে এমাসে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এর ফলে রবিবার থেকে অনেক জায়গায় লকডাউন জারি করা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে নতুন প্রজাতির ভাইরাসের মাধ্যমে সংক্রমণ অতি দ্রুত ছড়াচ্ছে। এই নতুন প্রজাতি আরো বেশি ক্ষতিকারক।
এই পরিস্থিতিতে ব্রিটেনের সাথে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক দেশ। অস্ট্রিয়া, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস,ইজরায়েল, তুরস্ক, সৌদি আরব সাময়িকভাবে ব্রিটেনের সাথে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর এই নতুন প্রজাতির করোনাভাইরাস অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও দেখা গেছে। ইতালির স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ব্রিটেন থেকে ফেরা এক ব্যক্তির মধ্যে এই নতুন প্রজাতির সংক্রমণ লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।