নীল বনিক, আমাদের ভারত, ৬ মার্চ: আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ ২.৪৫টা নাগাদ তিনি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পার্লামেন্টের অফিসে এই সাক্ষাৎ হবে বলে শুক্রবার টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানিয়েছেন, রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহকে বিস্তারিত জানাবেন। সামনেই পুরভোট। তারআগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সবকিছু জানানোটা অত্যন্ত তাৎপর্যপূর্ন। কারন কয়েকদিন আগেই পুরভোট শান্তিতে করার জন্য রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছিলেন রাজ্যপাল। এমনকি রাজ্যপাল হাওড়ায় জানিয়েছিলেন ২০২১ এর বিধানসভা ভোট পুরোপুরি শান্তিপূর্ন হবে। পুরভোটে অশান্তির অাঁচ করেই রাজ্যপাল বিধানসভার ভোট নিয়ে আগাম মন্তব্য করেছিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।