অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ নভেম্বর: গত বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের ৩৫ শতাংশ বকেয়া ডিএর দাবিতে ‘শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ’এর বিধানসভা অভিযানে পুলিশ অত্যাচার ও আন্দোলনকারীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ব্লক প্রশাসন ও সরকারি কর্মচারীরা।এদিন ব্লক প্রশাসনের একাধিক কর্মী সহ সরকারি কর্মচারীরা শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখান। আন্দোলনকারী শ্রমিক কর্মচারীদের উপর পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদ করার পাশাপাশি আন্দোলন থেকে গ্রেফতার সরকারি কর্মচারীদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। সঙ্গে বকেয়া ডিএ দ্রুত মেটানোর দাবি তোলেন সরকারি কর্মচারীরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কমিটির সম্পাদক সৌভিক খান প্রমুখ।