Bus, Jalpaiguri, Digha, জলপাইগুড়ি থেকে দিঘার জগন্নাথ ধামের উদ্দেশে চালু হলো সরকারি বাস পরিষেবা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মে: জলপাইগুড়ি থেকে সরাসরি দিঘার জগন্নাথ ধামের উদ্দেশে সরকারি বাস পরিষেবা চালু হলো বুধবার। এ দিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপোয় এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ ভলভো বাসের যাত্রা শুরু হলো।

প্রতি সপ্তাহে বুধ ও শনিবার ডিপো থেকে বিকেল চারটেয় বাসের যাত্রা শুরু হবে। দিঘায় পরের দিন সকাল প্রায় ন’টা নাগাদ পৌঁছবে। যাত্রী ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে ১৯২০ টাকার যাত্রী ভাড়া থাকলেও পুজো পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে ভাড়া নেওয়া হবে ১৪৫০ টাকা।

এ দিন মঞ্চ করে ডিপোয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধীপতি কৃষ্ণা রায় বর্মণ, জলপাইগুড়ির উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অনেকে।

দিঘার বাসের যাত্রী শীলা সূত্রধর বলেন, “আমরা দিঘার যাওয়ার পরিকল্পনা করি। জলপাইগুড়ি থেকে সরাসরি বাস চালু হওয়ায় সেই বাসে রওনা দিলাম অন লাইনে টিকিট কেটে।”

চেয়ারম্যান বলেন, “মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গ থেকে দিঘার জন্য ছয়টি বাসের উদ্বোধন করেছেন। আজ জলপাইগুড়ি থেকে বাসের উদ্বোধন করা হলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *