সারা বিশ্বের ট্রামের ইতিহাস তুলে ধরতে গড়িয়াহাট ডিপোয় চালু হল ‘ট্রাম ওয়ার্ল্ড’

রাজেন রায়, কলকাতা, ২২ ডিসেম্বর: শুধু কলকাতা নয়, এক সময়ে গোটা বিশ্বে বিভিন্ন শহরে চলত ট্রাম। আর কলকাতা ট্রাম কোম্পানির ১৪০ বছর পূর্তি উপলক্ষে গোটা বিশ্বের পুরনো ঐতিহ্যবাহী ট্রাম নিয়ে গড়িয়াহাট ডিপোয় এবার চালু করা হল ‘ট্রাম ওয়ার্ল্ড’। পুরনো লজঝড়ে ট্রামগুলোকে ভাঙাচোরা লোহার দোকানে না পাঠিয়ে নিয়ে আসা হয়েছে গড়িয়াহাট ডিপোয়। তাঁদের খোলনলচে বদলে রঙ-তুলি শিল্পের ছোঁয়ায় দেওয়া হচ্ছে নতুন প্রাণ। সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যের ছোঁয়ায়।

মঙ্গলবার কলকাতা ট্রাম কোম্পানির ১৪০ তম বর্ষপূর্তির দিনেই গড়িয়াহাট ট্রাম ডিপোয় চালু হল ‘ট্রাম ওয়ার্ল্ড কলকাতা’। পুরনো কলকাতার কে এবং এল শ্রেণির ট্রাম-সহ বিভিন্ন আমলের মোট ১২টি ট্রাম নতুন ভাবে সাজিয়ে তৈরি হয়েছে ওই ট্রামের দুনিয়া। নতুন বছর ২০২১ সালে এমনই আরও ১২ টি ট্রাম নিয়ে আসা হবে।

শুধু কলকাতা নয়, ট্রাম ওয়ার্ল্ডে ঠাঁই পেতে চলেছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ট্রামও।

নতুন ভাবে সাজানো ওই ট্রামগুলিতে ট্রামের ইতিহাস এবং সেই দেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। বেশ কিছুদিন ধরেই পুরনো ট্রামের সাজসজ্জা বদলে ‘লাইব্রেরি অন হুইলস, হেরিটেজ ট্রাম পাটরানী এবং আরও বিভিন্ন ধরনের নিত্যনতুন ট্রাম নিয়ে আসছে ট্রাম কর্পোরেশন। এদিনের নয়া উদ্যোগ তারই অংশ বলে দাবি এই সংস্থার।

শুধু ইতিহাস জানাই নয়, পাশাপাশি ছবি দেখা, গান শোনা এবং আড্ডা দেওয়ার ব্যবস্থাও থাকবে। থাকছে ফুড জোন-ও। রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘আমরা এটিকে নিছক ট্রামের জাদুঘর বলছি না। ট্রাম সম্পর্কে জানার পাশাপাশি এখানে ট্রামের সঙ্গে সময়ও কাটানো যাবে।’’

ট্রামের দুনিয়ায় থাকছে ভিন্টেজ গাড়ির সংগ্রহও। কলকাতা ট্রাম কোম্পানি তৈরি হয়েছিল ১৮৮০ সালের ২২ ডিসেম্বর। সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে ট্রাম ওয়ার্ল্ডের যাত্রা শুরুর জন্য। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে ট্রামের এই দুনিয়া। টিকিটের দাম ৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *