জীবাণুনাশক স্প্রে করে স্যানিটাইজ করা হল গোপীবল্লভপুর থানা ও নাকা চেকপোস্ট

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ এপ্রিল: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দূরত্ব বজায় রাখা ও সতর্কতাই একমাত্র পথ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। সেই কারণে বিভিন্ন প্রান্তে বিশেষ করে যেখানে মানুষের আনাগোনা, সেই সমস্ত জায়গা স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ঝাড়গ্রাম জেলা প্রশাসন। তাই গতকাল ঝাড়গ্রাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে দমকল বাহিনীর সহযোগিতায় জীবানুনাশক স্প্রে করা হল। দমকলের ইঞ্জিনের মাধ্যমে গোপীবল্লভপুর থানা ও গোপীবল্লভপুরে ঢোকার মুখে নাকা পোস্টে স্যানিটাইজ করা হয়। জলের ট্রাঙ্কে জীবানুনাশক মিশিয়ে স্প্রে করে স্যানিটাইজ করা হল এই দুটি জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *