অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৭ ডিসেম্বর:
মানবিকতার পরিচয় রাখল পুলিশ। বিদ্যুৎপিষ্ট একটি হনুমানকে পরম যত্নে তুলে নিয়ে গিয়ে শুশ্রূষা করালেন গোপীবল্লভপুর থানার পুলিশ কর্মীরা।
শুক্রবার সকালে ১০ টা নাগাদ একটি হনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে থানা চত্ত্বরের নিচে পড়ে যায়। সেটা নজরে আসে গোপীবল্লভপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারাই সাথে সাথে হনুমানটিকে স্থানীয় গোপীবল্লভপুর পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে হনুমানটির চিকিৎসা চলছে। পুলিশ কর্মীদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।