Gopali High School, Annual Program, খড়্গপুরের গোপালী হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: খড়্গপুর মহকুমার গোপালী আই এম হাইস্কুল (উচ্চ-মাধ্যমিক)-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার প্রধান শিক্ষিকা অর্পিতা পইড়্যা দাস। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর সুধীর মাইতি।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটির অধ্যপক সুমন চক্রবর্তী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিকাশ পট্টনায়ক, প্রাক্তন শিক্ষক নারায়ণ চন্দ্র মান্না, বংশীবদন বেরা, প্রাক্তন শিক্ষাকর্মী অশোক দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ মহাপাত্র। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটকের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীরা। পাশাপাশি এদিন ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের নানা মডেল ও সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নেয়।

এছাড়াও এদিন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পইড়্যা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *