প্রকাশ্যে এল ভারতের ম্যাপে কাশ্মীরের অবস্থান নিয়ে গুগলের দ্বিচারিতা

আমাদের ভারত,১৬ ফেব্রুয়ারি:ভারতের ম্যাপে কাশ্মীরের অবস্থান নিয়ে গুগলের ম্যাপের দ্বিচারিতা প্রকাশ্যে এলো। বিষয়টি প্রকাশ্যে আসে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট থেকে। ওই মার্কিন দৈনিকের রিপোর্ট অনুযায়ী, যদি কেউ ভারতে বসে গুগলের অনলাইন ম্যাপ সার্চ করে তখন কাশ্মীরকে ভারতের অংশ হিসেবেই দেখা যাবে। কিন্তু ভারতের বাইরের ব্যবহারকারীরা কাশ্মীরকে গুগল ম্যাপে বিতর্কিত ভূখণ্ড হিসেবে দেখবেন।

গুগল ম্যাপে, পাকিস্তান থেকে কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড অথচ ভারতে বসে কাশ্মীর ভারতেরই অংশ। অর্থাৎ কোন দেশে বসে আপনি সার্চ করছেন তার উপর নির্ভর করে গুগল ম্যাপ বিতর্কিত সীমান্ত বদলে দেয়।

ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হতেই, সাফাই দিতে শুরু করে গুগলও। সংস্থার এক মুখপাত্রের বক্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে যে এলাকাটি বিতর্কিত সেটিকে বিতর্কিত হিসেবে তুলে ধরায় গুগলের নীতি। সেই ভূখণ্ড নিয়ে কোন দেশের দাবিকে সমর্থন করেনা গুগল। যেদেশে ভূখণ্ডকে যেভাবে ব্যাখ্যা করে সে দেশের আইন অনুযায়ী গুগল ম্যাপ সেই এলাকাটিকে সেভাবেই তুলে ধরে। গুগোল মুখপাত্রের দাবি কোন এলাকার রাজনৈতিক ভৌগলিক পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী যথাযথ এবং টাটকা তথ্য ব্যবহারকারীদের দিতে গুগল বদ্ধপরিকর।

২০১৪ সালে তেলেঙ্গানার ক্ষেত্রেও তারা একই নিয়ম অনুসরণ করেছিল বলে দাবি তাদের। মার্কিন দৈনিক, অনুযায়ী এটা শুধু ভারতের ক্ষেত্রেই নয়, আর্জেন্টিনা, ব্রিটেন, ইরানের ক্ষেত্রেও গুগল ম্যাপের এই দ্বিচারিতা রয়েছে। গুগলের একাংশের দাবি এ ব্যাপারে সংস্থার এক্সিকিউটিভ, নীতি প্রণয়নকারী ও কূটনীতিকদের বেশ কিছুটা ভূমিকা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *