আমাদের ভারত, ১ ডিসেম্বর: বৃহস্পতিবারের গুগুল ডুডলে দেখা যাচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার ব্যবহার করছেন এক ভদ্রলোক৷ অনেকটা যেন প্রাথমিক আর্টওয়ার্কের মত। পুরানো দিনের কম্পিউটারের একটি ‘পিক্সেলেড’ ছবি, এবং একটি গেম কনসোল।
ছবিতে মাউস ঘোরালে দেখা যাচ্ছে ‘জেরাল্ড জেরি লসনের ৮২ তম জন্মদিন” কথাটি। ক্লিক করলে সেকালের কিছু ইলেকট্রনিক সঙ্গীত সহ প্রায় ৩০ বছর (বা তারও বেশি) আগে কম্পিউটার গেমগুলি কেমন ছিল তার একটি অ্যানিমেটেড ভাবনা দেখা যাফবে।
জেরি লসন (১৯৪০, ১ ডিসেম্বর – ২০১১, ৯ এপ্রিল) ছিলেন একজন আমেরিকান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তাঁকে প্রথম দিকের কিছু ভিডিও গেম তৈরি করার কৃতিত্ব দেওয়া হয়। ‘ভিডিওগেম কার্টিজের জনক’ও বলা হয় তাঁকে।