আড়াই কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোলে, ধৃত পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মার্চ: আড়াই কোটি টাকার সোনা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোলে সীমান্তে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা ৪ কিলো ৬৬৭ গ্রাম ওজনের ৪০টি সোনার বিস্কুট-সহ এক বাংলাদেশি চোরাকারবারিকে গ্রেফতার করেছে। আটক করা সোনার বাজার মূল্য ২ কোটি ৭৮ লক্ষ টাকা।

বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে মাছ বোঝাই একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে করে বাংলাদেশ থেকে মাছ আনা হচ্ছিল ভারতে। জওয়ানরা ট্রাকটিতে থাকা মাছের বাক্সের নীচ থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করেন। সোনা-সহ ট্রাক চালককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই পাচারকারীর নাম সুশঙ্কর দাস। তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বিএসএফ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ওই ট্রাকচালক জানিয়েছেন, তিনি ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। ট্রাকমালিক সফিকুল ইসলাম সাতক্ষীরার বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি। ওই মাছ কলকাতার বাবা ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থাকে হস্তান্তর করার কথা ছিল। অভিযুক্তকে সোনার বিস্কুট এবং ট্রাক-সহ পেট্রাপোলের শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *