Tathagata, Mamata, “মানুষের পয়সায় বিলেত বেড়ানো”, মমতার সফরকে কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৭ মার্চ: শিল্পপতি আনার ও অক্সফোর্ডে লেকচার দেবার ছলে সাধারণ মানুষের পয়সায় বিলেত বেড়ানো দেখে মানুষ হাসছে, ঘৃণাও করছে।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এই সঙ্গে তথাগতবাবু লিখেছেন, “মুসলিম তোষণ বুমেরাং করেছে। হাতের একমাত্র তাস এখন পুলিশ-প্রশাসনের অপব্যবহার আর নির্ভেজাল গুন্ডামি।”

এই আলোচনায় অপর একটি পোস্ট শেয়ার করেছেন তথাগতবাবু। তাতে এক নেটানাগরিকের মন্তব্য, “আমাদের দুর্ভাগ্য, যে উনি সারা বিশ্বের দরবারে আমাদের রাজ‍্যের প্রতিনিধিত্ব করেন। সঙ্গে যায় সারদা মামলার সেই অভিযুক্ত, যার আওয়াজ আটকাতে ওনার পুলিশই গাড়ির ছাদ বাজাত। যেই শহরের মেয়রের চেয়ারে, সুভাষচন্দ্র বসতেন, আজ সেই চেয়ারে ববি হাকিম বসেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *