দীর্ঘ পাঁচ বছর পর চালু হল গোবরডাঙ্গা হাসপাতাল

সায়ন ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ: দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে জেলা পরিষদ পরিচালিত গোবরডাঙ্গা হাসপাতালে সোমবার থেকে নতুন ভাবে চালু করা হয় আউটডোর বিভাগ। ধাপে ধাপে ইনডোর ব্যবস্থাও চালু করা হবে। এর ফলে দৈনিক কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন। আজ থেকে পাঁচজন ডাক্তার সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত চিকিৎসা করবেন।

উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় প্রায় ৫০ হাজার পরিবারের বাস। এছাড়া ঠাকুরনগর, মসলন্দপুর, গাইঘাটা সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ এই গোবরডাঙ্গা হাসপাতালের উপর নির্ভরশীল। ২০১৪ সালে নভেম্বর মাসে এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন এই সব এলাকার মানুষ। ১৯৪৩ সালে ১৬ বিঘা জমির উপর এই স্বাস্থ্য কেন্দ্র চালু হয়। ১৯৫৭ সালে উপ-স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পরিষেবা দিতে শুরু করে। ২০০১ সালের ১৭ জানুয়ারি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে এই স্বাস্থ্য কেন্দ্রটি জেলা পরিষদ পরিচালিত হাসপাতালে পরিণত করেন। সেই থেকে ইনডোর আউটডোর চালু ছিল। ২০১৪ সালের ৪ নভেম্বর বন্ধ হয়ে যায় ইনডোর ব্যবস্থা। তারপর মাত্র একজন ডাক্তার ছুটির দিন বাদে আউটডোরে বসতেন। এই নিয়ে গোবরডাঙ্গার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। অনেক আন্দোলন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন গোবরডাঙ্গার মানুষ। কিন্তু কিছুই হয়নি। করোনার আতঙ্কে সারা বিশ্ব এখন কাঁপছে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ এই সময় গোবরডাঙ্গা হাসপাতাল নতুন করে চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *