আশিস মণ্ডল, রামপুরহাট, ২৮ জানুয়ারি: মায়াপুরের পর সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠে মুখরিত হল তারাপীঠ। এই অভিনব ধর্মীয় অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত, আগামী বছরের ১ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। তার আগে পশ্চিমবঙ্গ জুড়ে গীতা পাঠের মাধ্যমে হিন্দু সংস্কৃতিকে জাগরিত করার উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে গত বছরের ৫ ডিসেম্বর মায়াপুর ইসকন মন্দিরে পাঁচ সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। শনিবার তারাপীঠ সরস্বতী শিশু মন্দির সংলগ্ন মাঠে এই গীতা পাঠের আয়োজন করা হয়। সকালে তারাপীঠ মন্দিরে আরতি করে শোভাযাত্রা করা হয়। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে গীতাপাঠ এবং যজ্ঞ। দুপুরে প্রসাদ বিতরণ করা হয়।
সংস্কৃত পরিষদের রাজ্য সম্পাদক মানস ভট্টাচার্য বলেন, “রাজ্যের বেশ কয়েকটি জেলায় এভাবেই গীতা পাঠ করা হবে। ১৭ ডিসেম্বর কলকাতার বুকে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ করানো হবে”।