সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ মার্চ: এক কিশোরীকে ফুঁসলিয়ে মথুরায় নিয়ে গিয়ে গণধর্ষণ করানোর অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। পঞ্চদশী ওই কিশোরীকে মথুরায় নিয়ে গিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রাণে মারার হুমকি ও ভয় দেখিয়ে এই কাজ করাতো কিশোরীর প্রতিবেশী। রীতি মতো রোমহর্ষক ওই ঘটনার কথা জানায় নির্যাতিতা। কান্নায় জড়িয়ে আসে তার কথা।
শারিরীক ও মানসিক ভাবে ভেঙে গেলেও প্রাণ সংশয় থেকে বাঁচতে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে পালায় ওই নির্যাতিতা। ভুল ট্রেনে চেপে শেষ পর্যন্ত তিন দিন পর আরপিএফের সাহায্যে নির্দিষ্ট ট্রেনে চেপে চলতি মাসের ১০ তারিখ নাগাদ আড়ষার বাড়িতে পৌঁছায় সে। কয়েক দিন যাওয়ার পর বাড়িতে প্রতিবেশী ব্যক্তির কীর্তি খুলে বলে কিশোরী। শারিরীক অসুস্থতা বোধ করে সে। বাড়ির লোকের সহায়তায় স্থানীয় বেলডি স্বাস্থ্য কেন্দ্রে রবিবার তার গর্ভবতী পরীক্ষা হয়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।