স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ ফেব্রুয়ারি: দুষ্কৃতিদের গুলিতে বেঘোরে প্রাণ গেল এক ঘি ব্যবসায়ির। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের মায়াপুরের বামুনপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মায়াপুর গৌরনগর এলাকায়। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, খুন হওয়া ওই ব্যবসায়ীর নাম রিপন দাস ওরফে রসিক শ্রুতি দাস। বয়স (৩৯)।
স্থানীয় সূত্রের খবর, সোমবার আনুমানিক বারোটা নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন রিপন। হঠাৎ কে বা কারা তার অফিসে ঢুকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নিজের অফিসেই লুটিয়ে পড়েন রিপন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ প্রতিবেশীরা রিপনের অফিসের সাটার খোলা দেখতে পায়, তাদের সন্দেহ হয়। তখনই কয়েকজন প্রতিবেশী ওই অফিসের ভিতরে ঢুকে দেখতে পায় রিপন দাস চেয়ারের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত ঝড়ছে। সঙ্গে সঙ্গে ঘটনার খবর স্থানীয় মায়াপুর ফাঁড়িতে জানায়। পাশাপাশি বাপের বাড়ি হাওড়ায় থাকা রিপনের স্ত্রীকেও বিষয়টি জানায় প্রতিবেশীরা। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর যায় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকের কাছেও। জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। যদিও ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের খোঁজ পায়নি পুলিশ।
অপরদিকে উত্তেজনা এড়াতে ব্যবসায়ীর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এফিকে ব্যবসায়ী রিপন দাস’কে কে বা কারা খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ। কি কারণে এই খুন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।