কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ :
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর পাশে ঘাটালের বিধায়ক। করোনা রোধে আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যাঙ্কের মাধ্যমে। ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দোলই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলিফ ফাণ্ডে অর্থ দিয়ে আর্থিক ভাবে পাশে দাঁড়ালেন। আজ ২৬ মার্চ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই করোনা রিলিফ ফান্ডে ঘাটালের আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে ৫১ হাজার টাকা দিলেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
বিধায়ক শঙ্কর দোলুই বলেন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে ক্ষুদ্র চেষ্টা। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক রাস্তায় নেমে মানুষের যাতে না অসুবিধা হয় তার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছেন। আমিও ব্যাক্তিগত ভাবে মাস্ক, সাবান কিনে হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, থানা, পুরসভা, অঞ্চলে সাধ্যমতো দেওয়ার ব্যবস্থা করছি যাতে কেউ কাজ করতে অসুবিধেয় না পড়ে।