পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার। এর আগে খড়্গপুরে রাম মন্দির প্রতিষ্ঠার আমন্ত্রণ পত্র ও প্রসাদী চাল বিতরণ করলো গেরুয়া শিবির।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য বুদ্ধদেব পলমলের নেতৃত্বে খড়্গপুর গ্রামীনের মাতকাতপুর এলাকায় বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র পৌঁছে দেন বিজেপি কার্যকর্তারা। সেই সাথে মন্দির প্রতিষ্ঠার দিন সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালানোর কথাও বলা হয় তাঁদের। বিজেপির কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।