নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ মার্চ: সামাজিক দূরত্ব বজায় না রেখেই কলকাতার সোনাগাছির যৌনকর্মীরা খাবার সংগ্রহ করার জন্য একসঙ্গে জমায়েত হলেন। সোমবার নিমতলাঘাট স্ট্রিটে সোনাগাছির যৌনকর্মীদের খাবার দেন রাজ্যের মন্ত্রী শশি পাঁজা। চাল, ডাল, আলু তাদের মধ্যে বিতরণ করেন রাজ্যের মন্ত্রী। তার মহৎ উদ্যেশর মাঝেই সোনাগাছির কর্মীর জমায়েতকে কেন্দ্র করে শুরু হয় আতঙ্ক।
যদিও এব্যাপারে মন্ত্রী বলেন, আমরা যৌনকর্মীদের সচেতন করার চেষ্টা করছি। লকডাউনে তাদের ঘরে খাবার নেই। চাল, ডাল দেখে তারা হয়তো বা নিজেদের ধরে রাখতে পারেননি। করোনার জন্য তাদেরকে সচেতন করছে সবাই। হতদরিদ্র মানুষ গুলিকে খাবার পৌছে দিতে আমি চেষ্টা করছি। লকডাউন পর্যন্ত সোনাগাছির যৌনকর্মীদের সাধ্যমতো খাবার দেওয়া হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী শশি পাঁজা।