আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। জানাগেছে, তিনি রেলের গেটম্যান ছিলেন। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার রেড়িপুর এলাকায়।
জানাযায়, রাজ্য সড়কের ওপর মোটরবাইকে যাবার সময় একটি ডাম্পারকে ওভারটেক করার সময় ওই ব্যক্তি ডাম্পারের পেছনের দিকে চাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েন, তখনই ডাম্পারের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে হেলমেট ভেঙ্গে গিয়ে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
পুলিশ জানায় মৃতের নাম অদ্বৈত শাসমল, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিলমার বাসিন্দা। সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাড়ি থেকে প্রায়দিন তিনি বাইকে করে এই রেড়িপুরের উপর দিয়ে যাতায়াত করতেন।চাকরি করতেন বেলদা থানার কুলিগেড়িয়া এলাকার রেলওয়ে গেটে। এদিনও ওই কাজে যোগ দিতে তিনি বেরিয়ে ছিলেন। রাস্তায় ঘটে যায় এই বিপত্তি।