আমাদের ভারত, হাওড়া, ১১ মার্চ: হলদিয়া থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি ঘটল ৬ নং জাতীয় সড়কে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা নাগাদ একটি গ্যাস ট্যাঙ্কার কলকাতা অভিমুখে যাওয়ার সময় বাগনানের চন্দ্রপুরের কাছে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। এদিকে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর তার ভিতরে থাকা লিকুইড পেট্রলিয়াম গ্যাস বের হতে থাকে। ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন।
সতর্কতা মূলক ব্যাবস্থা হিসেবে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি মাইকিং করে এলাকায় আগুন জ্বালাতে নিষেধ করা হয়। হলদিয়া এবং উলুবেড়িয়ার গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে টেকনিশিয়ানদের নিয়ে আসা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর কাজ চলছে।