Subodh Singh, police custody, গ্যাংস্টার সুবোধ সিং’য়ের ফের ৬ দিনের পুলিশ হেফাজত

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৭ জুলাই: পুলিশি হেফাজত শেষে আবার গ্যাংস্টার সুবোধ সিং’কে ফের ব্যারাকপুর আদালতে পেশ করল পুলিশ।

বিহারের জেলে বসে ব্যারাকপুরের একাধিক ব্যবসায়ীকে ফোন করে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গত শনিবার আসানসোল থেকে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং’কে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সাত দিনের পুলিশ হেফাজত নিয়ে তদন্ত শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশি হেফাজত শেষে শনিবার ফের কড়া নিরাপত্তার বেষ্টনীতে সুবোধ সিং’কে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। গত শনিবারের মতো এদিনও কুখ্যাত সুবোধের হাজিরাকে ঘিরে আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা রীতিমত আঁটোসাঁটো করা হয়েছিল। ওই সময় আদালত চত্বরে সাধারণের প্রবেশ একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ১৫ জুন বেলঘরিয়ার রথতলা মোড়ের কাছে ব্যাবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ দিনের পুলিশি হেফাজত শেষে এদিন ফের গ্যাংস্টার সুবোধকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে বেলঘরিয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে ৩৮৪, ৩৮৬, ৩০৭, ৩৪ আইপিসি,১২০ বি এবং ২৫/২৪ অ্যাক্টে মামলা রুজু করেছিল পুলিশ। এদিন ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারপতি গ্যাংস্টার সুবোধ সিং’কে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *