Gangarampur BJP worker’s family, victim of post-poll violence, thভোট পরবর্তী হিংসার শিকার গঙ্গারামপুরের বিজেপি কর্মীর পরিবার, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমাদের ভারত, ১৪ মে: ভোটের পর হিংসার পরম্পরা রাজ্যে এবারেও বজায় রয়েছে। উত্তরবঙ্গে ভোট হতেই শুরু হয়ে গেছে ভোট পরবর্তী হিংসা। এমনি একটা ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকায়। বিজেপি করায় দলের কর্মীর স্ত্রীকে মারধর ও মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দক্ষিণ দিনাজপুরে ভোটের দিন যে একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছিল তা নয়, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করার, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু ভোট মিটতেই ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়ল সেখানে। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর অঞ্চলের হোসেনপুর বুথের এক বিজেপি কর্মীর স্ত্রীকে সোমবার তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে। পরের দিন আবার বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ওই বিজেপি কর্মীর অভিযোগ, বিজেপি করায় তার পরিবারের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আহত স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। হুমকির ঘটনায় নাবালিকা মেয়ে আতঙ্কিত।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আক্রান্ত কর্মীর পাশে সার্বিক ভাবে থাকার আশ্বাস দেন তিনি। আহত স্ত্রীকে দেখতে হাসপাতালেও যান জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি জানান, আক্রান্ত মহিলার অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের চাষের জমি থেকে তৃণমূলের দুষ্কৃতীরা শশা চুরি করে নিয়ে যাচ্ছিল। তাতে বাধা দিতে গেলে বিজেপি কর্মীর স্ত্রীর উপর চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *