সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ ফেব্রুয়ারি: সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। এই রকম প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বাঁকুড়ায় মোদক সমাজের গণেশ পুজোর শোভাযাত্রা শহর পরিক্রমা করলো।

তিন শতাধিক বছরের প্রাচীন গণেশ পুজো পরিচালিত হচ্ছে বাঁকুড়া মোদক সমাজের উদ্যোগে। বাঁকুড়া শহরের নুনগোলা রোডের গণেশ মন্দির থেকে প্রাচীন রীতি অনুযায়ী আজ সকালে রূপোর ঘটে গুড় ভর্তি করে শোভাযাত্রা শুরু হয়।আড়ম্বরপূর্ণ এই শোভাযাত্রায় মহিলা ঢাকি, কৃষ্ণনগরের বিখ্যাত ব্যান্ড পার্টি ছিল মূখ্য আকর্ষন। সঙ্গে ছিল রাম সীতা, শিবদুর্গা বেশী শিশুরা।শোভাযাত্রা শুরু হওয়ার কিছু পরেই শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই চলে শোভাযাত্রা।

বাঁকুড়া মোদক সমাজের সম্পাদক সোমনাথ নাগ জানান, প্রাচীন রীতি অনুযায়ী রূপোর ঘটে চৌদ্দ সের নতুন গুড় অর্থাৎ এই মরশুমে উৎপাদিত আখের গুড় ভর্তি করে তা শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে এসে তা পুজো করা হয়। নবসাজে সজ্জিত সুদৃশ্য মন্দিরে পুজোর মহাসমারোহ। ভক্তদের ভিড় উপচে পড়ছে।
জানাগেছে, কষ্টি পাথরের তৈরী এই গণেশ মূর্তি নদীর তীর থেকে উদ্ধার করা হয়।তারপর তা নিয়ে এসে পূজার্চনা শুরু হয়।প্রথমে খড়ের অস্হায়ী চালা নির্মাণ করে পুজো শুরু হয়। পরবর্তী কালে পাকা মন্দির নির্মিত হয়।

