আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি: সোমবার গান্ধীজির মহাপ্রয়াণ দিবস। ব্যারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় প্রতি বছরের মতো এবারেও এই দিনটি স্মরণ করবার জন্য ভিন্ন রকমের পরিকল্পনা করেছে। চালু হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয় ডিজিটাল লাইব্রেরি।
সংগ্রহালয়ের অধিকর্তা ডঃ প্রতীক ঘোষ এই প্রতিবেদককে জানিয়েছেন, “গান্ধীজির আদর্শ আজও যাতে বর্তমান প্রজন্মের জন্য সঞ্চারিত হয় সেই লক্ষ্যেই গান্ধী স্মারক সংগ্রহালয় বছরের বিভিন্ন সময়ে আয়োজন করে বৈচিত্র্যময় নানান কর্মসূচী। তাই গান্ধীজির তিরোধান দিবসও স্মরণ করা হয় গান্ধী আদর্শের ভাবনা জনসমক্ষে প্রসার ঘটানোর লক্ষ্যে।
এই বছর দিনটিকে স্মরণ করে বিগত প্রায় এক বছর ধরে এই সংগ্রহালয় প্রচেষ্টা চালিয়েছে তাদের গ্রন্থাগারে সংগৃহীত গান্ধীজি ও তাঁকে কেন্দ্র করে সংগৃহীত তথ্যাদির বেশ কিছু অংশ ডিজিটাল মাধ্যমে প্রকাশ ঘটিয়ে এই বিষয়ে আগ্রহী গ্রন্থাগার ব্যবহারকারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করা।
গান্ধী সংগ্রহালয়ের গ্রন্থাগারটি এবারে রূপ পেতে চলেছে একটি ডিজিটাল গ্রন্থাগার হিসেবে এবং বৃহস্পতিবার সংগ্রহালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে চলেছে গান্ধী স্মারক সংগ্রহালয় ডিজিটাল লাইব্রেরি। গান্ধী মিউজিয়ামের এই পরিকল্পনার লক্ষ্য গান্ধী গবেষণার সুদূরপ্রসারী ঘটানো।
এবার থেকে ইন্টারনেটের মাধ্যমেই যে কোনও প্রান্ত থেকেই আগ্রহী ব্যক্তিরা গান্ধী মিউজিয়ামের গ্রন্থাগারের বেশ কিছু দুষ্প্রাপ্য গ্রন্থাবলী ও অন্যান্য তথ্যাদি খুব সহজ উপায়েই পাঠ করবার সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন এবং এর ফলে আগামী দিনে এই বিষয়ে গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলেই আশা গান্ধী মিউজিয়াম কর্তৃপক্ষের।