আমাদের ভারত, ৪ এপ্রিল: মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলা যেতে পারে বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এই জাতি, ভারতবর্ষ, যার নামকরণ করা হয়েছে রাজা ভরতের নামে। হয়তো ৩,০০০ বছর আগে, হয়তো ৪,০০০ বছর আগে। ১৮৬৯ সালে জন্মগ্রহণকারী এম কে গান্ধী বেঁচে থাকলে তার বয়স হতো ১৫৫ বছর। একজন ১৫৫ বছর বয়সী মানুষ কি ৩,০০০ বছর বয়সী জাতির জনক হতে পারেন? নৃতত্ত্বগতভাবে সম্ভব নয়! তবে ন্যায়বিচারের সঙ্গে তাঁকে পাকিস্তানের জনক বলা যেতে পারে।”
প্রসঙ্গত, অনেকে ভারতভাগের অন্যতম প্রধান কারণ হিসাবে গান্ধীজির ‘মুসলিমপ্রীতি’-কে দায়ী করেন।