নীল বনিক, আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: ভারতীয় যাদুঘরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী ভালো ভাবেই সামলাবেন বলে জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, সামনেই উৎসবের মরশুম। বহু মানুষ ইন্ডিয়ান মিউজিয়ামে আসবেন। তাদের ও মিউজিয়ামের নিরাপত্তা সিআইেসএফের জওয়নরা ভালো ভালোভাবেই সামলাবেন।
প্রসঙ্গত, সোমবার থেকে ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার অানুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেয় কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ দায়িত্ব নেবার সময় ইন্ডিয়ান মিউজিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যপাল। যাদুঘরে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেইসময় তিনি মিউজিয়ামের কেন্দ্রীয় নিরাপত্তা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সারা দেশের নিরাপত্তা দেয়। তারা ভালোভাবে এইকাজ করতে পারবে। এতে আমার কোনও সন্দেহ নেই। কলকাতার মিউজিয়াম দেশের গর্ব। দেশবিদেশের লোক মিউজিয়ামে আসে। সবার নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশা করব, সবকিছুই সঠিক ভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামলাতে পারবেন।