Social Media, BJP, TMC, অমিত শাহ থেকে দিলীপ— সামাজিক মাধ্যমের পূর্ণ ব্যবহার শুভেচ্ছা-জ্ঞাপনের

আমাদের ভারত, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষে শুভেচ্ছা-জ্ঞাপনে সামাজিক মাধ্যমের পূর্ণ সদব্যবহার করলেন বিভিন্ন স্তরের নেতা-নেত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “শুভ নববর্ষ! পয়লা বৈশাখের পুণ্যলগ্নে আমাদের সমস্ত বাঙালি ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে, আমরা ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ঐক্যবদ্ধ ভাবে নতুন বছরকে স্বাগত জানাই। এই বিশেষ দিনটি সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও শান্তি।”

প্রাক্তন সাংসদ তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ১৭ সেকেন্ডের ভিডিয়ো-সহ লিখেছেন, “এসো হে বৈশাখ এসো এসো, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ১৪৩২ সাল ভালো কাটুক সকলের।” ভিডিয়োর ছবিতে তিনি ঢাক বাজাচ্ছেন। আশপাশে তাঁর কিছু অনুগামী পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের অপশাসনের বিরুদ্ধে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এ দিন এক্সবার্তায় শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় পরিবেশিত ‘নতুন বছর এসো মিষ্টি করে…’। গানের ভিডিয়োর বিষয় দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের কিছু দ্রষ্টব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *