ন্যায্যমূল্যে টাটকা সব্জি, বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে চার যুবক

সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২৮ মার্চ: টাটকা সব্জি ন্যায্যমূল্যে বাড়ি বাড়ি পৌছে দিল চার যুবক। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগরের এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত, দ্বীপ বিশ্বাস, সমীরণ বিশ্বাস ও বিশ্বজিৎ দত্ত এই চার যুবক সকাল হতেই সবজির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে ন্যায্যমূল্যে সবজি পৌঁছে দেওয়া। আলু, পটল, লঙ্কা থেকে পেঁয়াজ, বিভিন্ন ধরনের নোটে শাক থেকে নিত্য প্রয়োজনীয় সবজি পৌঁছে দিচ্ছেন এঁরা।

গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় দেখা মিলল এদের, গাড়ির সামনে লেখা করোনা বাজার। উপরে মাইক বাজিয়ে তাতে সতর্কবার্তা শোনানো হচ্ছে। পাড়ার মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করিয়ে চলছে সবজি বিক্রি আর ন্যায্যমূল্যে সবজি কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। যুবকরা জানিয়েছেন, এর ফলে একদিকে যেমন কালো বাজারি বন্ধ হবে। তার পাশাপাশি সাধারণ মানুষ ঘরে বসে টাটকা সবজি পেয়ে যাবেন। এর ফলে তাদের আর ঘর থেকে বেরিয়ে বাজারে যেতে হবে না।

আর এই ধরনের উদ্যোগে খুবই খুশি ক্রেতা ও সাধারণ মানুষ। সব্জি বিক্রেতা অভিজিৎ দত্ত বলেন, সমস্ত বাজারে চলছে কালোবাজারি। ১৮ টাকার আলু ৩০ টাকা প্রতি কেজিতে নিচ্ছে কালোবাজারিরা। এছাড়া অন্যান্য সব্জির দাম আকাশ ছোঁয়া। এই কালোবাজারি বন্ধ করতেই আমাদের এই উদ্দোগ। স্থানীয় এক গৃহবধূ প্রিয়া দাস বলেন, সরকার বারবার যখন বলছে ঘর থেকে বেরবেন না। সেই খানে দাড়িয়ে আনাচপাতি ঘরে বসে পেয়ে যাচ্ছি এর থেকে ভাল আর কী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *