আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন: নন্দীগ্রামে আবারো পাওয়া গেল তাজা বোমা। এবার নন্দীগ্রাম ২ ব্লকের মনোহরপুর গ্রামে ইঁটভাটার পরিত্যক্ত একটি ঘর থেকে ছয়টি তাজা বোম উদ্ধার হল। ইট ভাটার কাজ বন্ধ থাকার জন্য ওই ঘরে বর্তমানে কোনো শ্রমিক বসবাস করে না। ফলে জনমানবহীন ঘরের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বোমা রেখেছ, এমনই মতামত গ্রামবাসীদের।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে একই জায়গায় রাস্তার পাশে থাকা বোমা ফেটে আহত হয়েছিল একজন ছোট্ট বালক। আবার সেই একই জায়গায় ছয়টি তাজা বোমা পাওয়ার ফলে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নন্দীগ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে বোমাগুলিকে উদ্ধার করে। কে বা কারা বোমাগুলি রেখেছে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।