Free Health Camp, Ceminar, ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের বিনাব্যয়ে স্বাস্থ্য শিবির ও সেমিনার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদাস্থিত ট্রাস্টভবনে ৪২তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়।

ডাঃ নর্মান বেথুন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কোটনিশের ছবিতে এবং সাম্প্রতিক সাম্রাজ্যবাদী আগ্রাসনে নিহত অসহায় শিশু, নারী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের স্মৃতিতে অস্থায়ী শোকবেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সকালে সাম্প্রতিক কাশির উপসর্গে দীর্ঘ ভোগান্তির কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ অশোক সামন্ত, ডাঃ অভিজিৎ কুন্ডু, ডাঃ ভবানী শংকর দাস। সভাপতিত্ব করেন, ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া।

বিকেলে তীব্র বুকের ব্যাথা নিরসনে করনীয়, ক্রনিক কিডনি রোগীর চিকিৎসা ও ডায়ালিসিস, দাঁতের নানা ধরনের অসুখ ও প্রতিকার শীর্ষক সেমিনারে আলোচনা করেন ডাঃ পি জি মহাপাত্র, ডাঃ মেহেতাব আলি, ডাঃ রিজাবুল হোসেন মল্লিক। সন্ধ্যায় সংস্থার কর্মীরা সঙ্গীত, আবৃত্তি, মুকাভিনয়, নাটক পরিবেশন করেন। ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *