রাজেন রায়, কলকাতা, ২ জানুয়ারি: করোনা পরিস্থিতির জেরে কেন্দ্র ও রাজ্য সরকার গত বছর প্রায় সমস্ত চাকরির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে৷ বেকারত্বের হার ক্রমাগত বেড়েই চলেছে। এই অবস্থায় করোনার নতুন স্ট্রেন আসার প্রাক্কালে কলকাতা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের তরফে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ বিজ্ঞপ্তিতে ডাটা কালেক্টারের পদে নিয়োগের জন্য যে যোগ্যতা মান রাখা হয়েছে, তার প্রার্থীকে অবশ্যই হতে হবে করোনা-মুক্ত, এমনটাই বলা হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার পর মিলবে চাকরি৷ অর্থাৎ করোনা না হলে এবং তার সংক্রমণ থেকে মুক্তি না মিললে এই চাকরি পাওয়া সম্ভব নয়। এই শর্ত পূরণ হলে মিলবে ১৫ হাজার টাকা বেতনের চাকরি৷ চাকরির মেয়াদ মাত্র ৩ মাস৷ পদপ্রার্থীর করোনা জয়ী হওয়ার সঙ্গে উচ্চমাধ্যমিক পাস, বেসিক কম্পিউটার কোর্স, এক্সেলের কাজকর্ম জানা এবং স্থানীয় ও ইংরাজি ভাষায় সাবলীল হওয়াও বাধ্যতামূলক। চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা ৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারেন৷ কলকাতা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের ঠিকানায় চাকরি প্রার্থীরা ডাকযোগে আবেদন পাঠাতে পারেন৷ আবেদনপত্র বাছাইয়ের পর ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকা হবে৷
কিন্তু কেন এই অদ্ভুত যোগ্যতামান? সূত্রের খবর, ডাটা কালেক্টের কাজ মূলত হতে পারে করোনা ওয়ার্ডে৷ ফলে, আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল৷ মনে করা হচ্ছে, আগে করোনা হয়ে গেলে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে৷ ফলে, করোনা ওয়ার্ডে কাজ করলেও আক্রান্ত হওয়ার ভয় কিছুটা হলেও কম৷ তবে, করোনা থেকে মুক্ত হওয়ার পর দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার নজির রয়েছে৷ ফলে, বিজ্ঞপ্তির এই অদ্ভুত যুক্তি আদৌ বাস্তব সম্মত কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা।