পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২ জানুয়ারি: “স্টুডেন্ট উইক” (Students Week) উপলক্ষে আজ প্রথম দিন ঋষি অরবিন্দ শিক্ষক- শিক্ষণ মহাবিদ্যালয়ে “মেদিনীপুর রোটারি আই হসপিটাল” এর সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অধ্যাপক – অধ্যাপিকা ও গ্রামবাসী- সহ প্রায় ৭০ জন অংশগ্রহণ করে নিজেদের চক্ষু পরীক্ষা করান। তার মধ্যে ১০ জন গ্রামবাসীর বিনামূল্যে ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয় মেদিনীপুর রোটারি আই হসপিটাল এর সহায়তায়।
মহাবিদ্যালয়ের পক্ষ থেকে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: মাধব চন্দ্র রথ মেদিনীপুর রোটারি আই হসপিটালকে এই মহতী কর্মের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।