সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে পুলিশ ক্যাম্পে হামলা ও তিন পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় বৃহস্পতিবারেও এলাকায় একটা থমথমে ভাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিষ্ণুপুর আদালত। এই ঘটনায় ১৯ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
গ্রামবাসীদের বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এই হামলা। তাই সব মিলিয়ে এলাকা থমথমে।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে সোনামুখী থানার উত্তরবেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালানো ও সেই সময় উপস্থিত তিন পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ধৃত সাত জনকে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ। এই হামলায় গুরুতর জখম তিন পুলিশ কর্মী এখনো চিকিৎসাধীন রয়েছেন সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উত্তরবেশিয়া গ্রামের পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো এবং
হামলার কোনো আগাম খবর কেন পুলিশ পেল না তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই প্রেক্ষিতে উল্লেখ্য, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের প্রায় ৫০ -৬০ জন বাসিন্দা আচমকা হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। গ্রামবাসীরা সেই ৩ পুলিশ কর্মীকেও বেধড়ক মারধর করে। তারা গুরুতর জখম হন। তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে। বিচারক সাত জনকেই চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।