সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ৮ ফেব্রুয়ারি: শহরে ফের গণধর্ষণের শিকার কিশোরী। এবার সপ্তম শ্রেণির ছাত্রীকে মদ খাইয়ে রাতভর গণধর্ষণ করল চার যুবক। অভিযুক্ত যুবকরা ছাত্রীর পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতা খিদিরপুর ভূকৈলাশ রোডে। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টা নাগাদ থানায় অভিযোগ করতে এসে নাবালিকা জানায়, রাতে তাকে মদ খাইয়ে ধর্ষণ করেছে তারই পরিচিত ৪ যুবক। বৃহস্পতিবার বিকেলে বন্ধুর কথামতো সে মোমিনপুরে দেখা করতে যায় এবং বন্ধুই তাকে ভূকৈলাস রোডের বাড়িতে নিয়ে যায়। তারপর আড্ডাচ্ছলে মদ খাইয়ে ৪ জনই পরপর ধর্ষণ করে। শুক্রবার সকালে সংজ্ঞা ফিরলে বুঝতে পারে তার সঙ্গে সারা রাত পাশবিক অত্যাচার হয়েছে।
এদিকে দীর্ঘক্ষণ মেয়ে বাড়ি ফিরছে না দেখে রাতেই থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করে নির্যাতিতার বাবা। তিনি জানান, তার মেয়ে সন্ধ্যায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে বেরিয়ে আর বাড়ি ফেরেনি।
শুক্রবার সকালের নিগৃহীতার অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পর্ণশ্রী, একবালপুর এবং দক্ষিণ বন্দর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে অমরজিৎ চৌপাল এবং মনোজ শর্মা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। অন্য দু’জন বিকাশ মল্লিক এবং ঋত্বিক রাম একবালপুরের বাসিন্দা। জানা গিয়েছে অমরজিৎ ও মনোজের বাড়ি কিশোরীর স্কুলের কাছে। সেই সূত্রে তাঁদের সঙ্গে আলাপ ওই কিশোরীর। তাদের সঙ্গে কিশোরী একবালপুর এলাকায় গিয়েছিল। তারপর সুযোগ বুঝে তারা গণধর্ষণ করে। এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে, জানার চেষ্টা করছে পুলিশ।