আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ ফেব্রুয়ারি: সোমবার সন্ধ্যের পর শিলদাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ চারজন বাইক আরোহী মারাত্মকভাবে জখম হয়েছে৷ শিলদা থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তায় শ্মশান কালী মন্দিরের কাছে একটি বাঁকে দুটি বাইকের সঙ্গে একটি বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ বাইক আরোহীরা বাঁকুড়া জেলার মন্ডলকুলি থেকে বেলপাহাড়িতে বিয়ের দেখাশোনার কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় একটি বোলেরো গাড়ির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুটো বাইকে দুজন করে মোট চারজন ছিলেন৷ তার মধ্যে দুজন মহিলা ছিলেন৷
পুলিশ জানিয়েছে, জখম ব্যক্তিদের বাড়ি জেলার মন্ডলকুলিতে৷ প্রাথমিক চিকিৎসার জন্য সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় মানুষজন তাদের শিলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ শিলদা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চারজনকেই নিয়ে যাওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে৷