ফারমার্স প্রডিউসার কোম্পানির প্রতিষ্ঠা দিবস পালিত হল দাঁতনে 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি:  বৃহস্পতিবার দাঁতন-১ নম্বর ব্লকের গোপিনাথপুর গ্রামে জয়গুরু ফার্মার্স প্রডিউসার কম্পানি লিমিটেডের  প্রথম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। সাধারন কৃষকদের জন্য কাজ করাই এই সব এফপিসির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কোম্পানির আধিকারিকরা। গ্রামীণ কৃষকরা যাতে সব রকম সুযোগ-সুবিধা পান সেজন্য ২০১৩ সালে কেন্দ্র সরকার কৃষকদের সংগঠিত করে এফপিও তৈরি করতে নাবার্ডকে দায়িত্ব দেয়। সেইমতো সারা দেশ সহ এ রাজ্যের জেলায় জেলায় এফপিও বা এফপিসি তৈরী  করে নাবার্ড। বর্তমানে পশ্চিম মেদিনীপুরে রয়েছে মোট ৭টি এই ধরনের ফার্মার্স প্রডিউসার কম্পানি। যার মধ্যে একটি হল জয়গুর ফার্মার্স। বৃহস্পতিবার এই সংগঠনের সঙ্গে যুক্ত ৫০৮ জন কৃষকের হাতে শেয়ার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।  সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবার্ডের পশ্চিম মেদিনীপুর জেলা আধিকারিক নিরঞ্জন ভুঁইঞা, দাঁতন-১ নম্বর ব্লকের এডিও অমিত কর্মকার ও এফপিসি-র চেয়ারম্যান দেবাশিষ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *