আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: অবশেষে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের প্রাক্তন বিধায়ক এবং রানাঘাট পুরসভার প্রাক্তন মুখ্য প্রশাসক পার্থসারথি চ্যাটার্জি। এদিনই তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়াদের সঙ্গে অমিত শাহ’র ডাকে স্পেশাল ফ্লাইটে দিল্লি যান।
পার্থসারথি চ্যাটার্জি যাওয়ার আগে জানিয়েছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে সেই খবর দিয়েছেন। দিল্লি যাওয়ার জন্য আহ্বান করেছেন। সেই মত আমি দিল্লি রওনা দিচ্ছি। আমি আজই বিজেপিতে যোগ দেব।’ কারণ হিসাবে পার্থসারথি চ্যাটার্জি জানিয়েছেন,’শোকজ না করে, আমার সঙ্গে কোনও রকম কথাবার্তা কেউ না বলে গত ২৫ জানুয়ারি আমাকে জেলার সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছিল। দলের কোনও মিটিং মিছিলে আমাকে না থাকার কথা বলা হয়েছিল। এরপর আমি দুদিন পর পুরপ্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু তারপরও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। বরং আমার নামে নানা জায়গায় অকথ্য ভাষায় নানারকম কথা বলা হচ্ছে। তাই বাধ্য হয়েই আমি সিদ্ধান্ত বদল করে বিজেপিতে যোগ দিতে চলেছি। আমার সঙ্গে কথা না বলে আমার বাড়িতে যে ভাষায় চিঠি লিখে পাঠানো হয়েছিল, তাতে আমাকে দল থেকে একপ্রকার তাড়িয়ে দেওয়া বোঝায়। তাই আমি বিজেপিতে যোগ দিচ্ছি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দিল্লিতে অমিত শাহজি থাকবেন। সেখানে বিজেপিতে যোগ
দেব।’
যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য,’উনি আগে থেকে বিজেপিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তাকে পদ থেকে সরানো হয়েছিল। উনি বিজেপিতে যোগ দিলেও তৃণমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে
না।’ দিল্লিতে অমিত শাহের বাড়িতে এক অনুষ্ঠানে পার্থসারথি চ্যাটার্জি বিজেপিতে যোগ দেন।