ফুটবল মাঠে বালিগঞ্জ গভর্নমেন্ট ও নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রাক্তনীরা

আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: মেসির প্রথম ফিফা বিশ্বকাপ জয়ের ঠিক আগেই, অতি সম্প্রতি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের প্রিয় প্রাক্তন জি.এস প্রয়াত দেবজ্যোতি সিনহা রায়ের স্মরণে আয়োজন করে ফেলল দেবজ্যোতি সিনহা রায় প্রদর্শনী ফুটবল ম্যাচ।

আমন্ত্রিত মুর্শিদাবাদ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রদের সাথে এক টান টান ফুটবল ম্যাচের সাক্ষী থেকে গেল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ও সেখানে উপস্থিত সব দর্শক। উপস্থিত ছিলেন সত্তরের দশকের প্রাক্তন কলকাতা মাঠের খেলোয়াড় রণেন কুমার গুহ এবং সন্তোষ চট্টোপাধ্যায়। ম্যাচ পরিচালনা করেন চিত্তদাস মজুমদার এবং হীরেন দাসের মত কলকাতা মাঠ খ্যাত রেফারিরা।

এদিন এক অনন্য প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হয়ে থাকল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মাঠ, একদিকে যখন রণেন কুমার গুহ (প্রাক্তন- কলকাতা মাঠের খেলোয়াড়) এবং নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র তাঁর স্কুলকে উৎসাহ দিয়েছেন তখন অন্যদিকে তার পুত্র অভিষেক গুহ (দক্ষিণ ২৪ পরগনার প্রাক্তন খেলোয়াড়) এবং বালিগঞ্জের প্রাক্তন ছাত্রকে দেখা গিয়েছে নিজের স্কুলের জন্য গলা ফাটাতে।

টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে মুর্শিদাবাদ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্ররা ৩-১ গোলে জয়লাভ করে। নবাব বাহাদুর ইনস্টিটিউশনের তরফে গোল করেন ইসমাইল ও রফিক আলী।

বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের হয়ে ভালো খেলেন শান্তনু গুহ, নবীন মণ্ডল এবং গৌতম মজুমদার। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের হয়ে একমাত্র গোলটি করেন গৌতম মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *