আমাদের ভারত, কলকাতা, ২২ ফেব্রুয়ারি: প্রয়াত প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুগত বসুর মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
১৬ ফেব্রুয়ারি তিনি সেরিব্রাল অ্যাটাকে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
যাদবপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু ছিলেন একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম কৃষ্ণা বসুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর কলকাতার সিটি কলেজে শুরু করেন শিক্ষকতা। ৪০ বছর অধ্যাপনার পাশাপাশি, লখনউয়ের ভাতখণ্ড সঙ্গীত ইনস্টিটিউট থেকে পান সঙ্গীতবিশারদ ডিগ্রি।নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো চিকিৎসক শিশির বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণা বসু। তাঁদের দুই পুত্র– সুমন্ত্র ও সুগত বসু এবং এক কন্যা শর্মিলা। সুগত বসুও যাদবপুরের প্রাক্তন সাংসদ।
১৯৯৬ সালে প্রথমবার তৃণমূলের টিকিটে লড়েন। টানা তিনবার যাদবপুরের সাংসদ হন কৃষ্ণা বসু। ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ার পার্সন।