পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী অঞ্চলের মানুষজনের সুবিধার্থে তৈরি হলো সূর্যাস্তের হার্ট সংস্কার ও পুনঃনির্মাণ প্রকল্প। শুক্রবার বিকেলে রাঙ্গামাটি, ইস্ত্রিগঞ্জ ও মালিআড়া মৌজায় অবস্থিত এক বেসরকারি মিলের সামনে থেকে বিদ্যাসাগর পর্যন্ত সূর্যাস্তের হাট সংস্কার ও পুনঃনির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো।
সূচনা করলেন খড়্গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিনেন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মূলত সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ বলে জানিয়েছেন দুই বিধায়ক।