বয়স ১৮-র কম হোক, রজঃস্বলা হলেই নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে মুসলিম মেয়েরা, রায় আদালতের

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: শুধুমাত্র রজস্বলা হয়ে গেলেই নিজের ইচ্ছেতে বিয়ে করার স্বাধীনতা রয়েছে মুসলিমরা মেয়েদের। সেক্ষেত্রে তাদের বয়স ১৮-র কম হলেও কোন ব্যাপার নয়। মুসলিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে এমনটাই রায় শোনাল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

বুধবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানালো কোনো মুসলিম মেয়ের বয়স যদি ১৮ বছরের কম হয় কিন্তু সে যদি রজস্বলা হয় তবে সে নিজের ইচ্ছে মত বিয়ে করতে পারবে। মুসলিম পার্সোনাল-ল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট।

জানা গেছে, পাঞ্জাবের এক মুসলিম দম্পতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে বিচারপতি অলকা সারিন। পাঞ্জাবের ওই দম্পতির আবেদন ছিল গত ২১ জানুয়ারি মুসলিম আইন অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল। কিন্তু তাদের বিয়েতে মত ছিল না আত্মীয়-স্বজনের। ছত্রিশ বছরের ওই ব্যক্তি ও তার সতেরো বছরের স্ত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আবেদনকারীদের পক্ষে রায় দিয়ে আদালত বলেছে, এক্ষেত্রে প্রথম আবেদনকারী ব্যক্তির বয়স ৩৬ বছরের বেশি এবং দ্বিতীয় আবেদনকারী মেয়েটির বয়স ১৭-র বেশি হওয়ায় মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তাদের স্বেচ্ছায় বিয়েতে কোনো বাধা নেই। মুসলিম মেয়েদের বিয়ে নিয়ে রায়দানের সময় প্রিন্সিপাল অফ মহামেডান ল বইয়ের ১৯৫ ধারাও উদ্ধৃত করেন বিচারপতি। ওই ধারা অনুযায়ী রজঃস্বলা হলেই নিজের পছন্দমত ব্যক্তিকে বিয়ের যোগ্য সব মুসলিম মেয়েরা।

1 thoughts on “বয়স ১৮-র কম হোক, রজঃস্বলা হলেই নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে মুসলিম মেয়েরা, রায় আদালতের

  1. Liaquat says:

    রসালো আইন এবার মুমিনদের কচি ডাব খাওয়ার ধুম পড়ে যাবে !!! তবে WHO কি বলে? আন্তজাতিক সংস্হাগুলি কি বলে??

    নারীর ভুমিকা চাই সব’ক্ষেত্তে , তবে তাদের চাই আধুনিক শিক্ষা, ধমী’য় গোড়ামী চিরতরে নিমুল হোক পৃথিবী থেকে ।

Leave a Reply to Liaquat Cancel reply

Your email address will not be published. Required fields are marked *