Football, Mejia, ফুটবল প্রতিভা অম্বেষণের আয়োজন মেজিয়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ আগস্ট: ফুটবল প্রতিভা আম্বেষণে আজ মেজিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ফুটবল প্রতিভা অন্বেষণের ব্যবস্থা করা হয়। এদিন মেজিয়া হাইস্কুল ফুটবল মাঠে হুগলির সুয়েনোস সকার স্পোর্টস ফুটবল ট্রায়াল সংস্থার কোচেরা এদিন প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়ের ফুটবল দক্ষতা বাছাই করেন। এই সংস্থার ফুটবল কোচ সুমন ব্যানার্জি বলেন, বাংলার বিভিন্ন জেলা থেকে ফুটবলার তুলে আনার জন্য বেশ কয়েক বছর ধরে তারা এই কাজ করছেন।

মেজিয়ার ফ্রেন্ডস ক্লাবের পক্ষে দীপঙ্কর সেন জঙ্গলমহলের ছেলেমেয়েরা যাতে কলকাতার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পায় তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। সেইমত এদিন এই বাছাই পর্ব করা হল। তিনি বলেন, এখানের ছেলেমেয়েদের দারুণ স্কিল্ড রয়েছে। এরা যদি খেলার টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে কচিং পায় তাহলে অসাধারণ ফুটবল খেলবে। আমরা সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র একজন সমাজকর্মী ক্রীড়া পাগল মানুষ। ফুটবলে জেলার উন্নতিতে তিনি সচেষ্ট। তিনি বলেন, বর্তমান প্রজন্ম মোবাইল ফোবিয়ায় আক্রান্ত। অথচ বাঁকুড়া জেলা শিক্ষা ও সংস্কৃতিতে যেমন আধিপত্য দেখিয়ে আসছে তেমনি ক্রীড়া ক্ষেত্রেও দক্ষতা সম্পন্ন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকশিত হয় না। মেজিয়া ফ্রেন্ডস ক্লাব যে উদ্যোগ নিয়েছে তাতে দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সব রকম সহযোগিতা করেছে।

উদ্যোগী ক্লাবের পক্ষে দীপঙ্কর সেন বলেন, শুধু বাঁকুড়া জেলার ছেলেমেয়েরাই নয়, এদিন রানিগঞ্জ,আসানসোল, এমনকি ঝাড়খণ্ডের বহু ছেলে মেয়ে ট্রায়ালে অংশ নিয়েছিল। যারা মনোনীত হয়েছে তাদের কোচিং দিয়ে উপযুক্ত করে কলকাতার বিভিন্ন ক্লাবে যাতে খেলার সুযোগ পায় তার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *