পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: শুক্রবার মেদিনীপুর শহরে লোক শিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রদ্যোৎ স্মৃতি সদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলার সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা সহ বিশিষ্টজনেরা।
জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে জেলার লোক শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সারা বছর ধরেই নানান সমাজকল্যাণমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে অনুষ্ঠান করে থাকেন লোক শিল্পীরা। সেই সমাজকল্যাণমূলক অনুষ্ঠান আরও তথ্যভিত্তিক করার বার্তা দিতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। লোক শিল্পীদের পাশে মুখ্যমন্ত্রী সর্বদা থাকবেন। বিভিন্ন সমাজ কল্যাণমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে লোক শিল্পীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়াও এদিনের মঞ্চ থেকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে নিজের লেখা একটি লোকোগীতি গেয়ে শোনান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর ষাড়েঙ্গী।