সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ জানুয়ারি: ফুল ও পাতা বাহার নিয়ে দুই দিন ব্যাপী ফুল মেলা শুরু হল পুরুলিয়ার সুভাষ পার্কে। ৪০ তম এই প্রদর্শনীতে একবারের জন্য মনকে তরতাজা ও স্ফূর্তি আনতে হাজির হচ্ছেন আট থেকে আশি – সব বয়সেরই ফুল প্রেমী।আয়োজক রাজ্যের নগর বিনোদন বনায়ন বিভাগ। প্রদর্শনীতে অনুষ্ঠিত হচ্ছে নানান ধরণের প্রতিযোগিতা ও নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান।
চাপা টেনশন আর মানষিক চাপ থেকে মুক্তি দিতে পারে তরতাজা ফুলের শোভা। বাড়িতে অপরিসর জায়গায় সখ বা ইচ্ছে পূরণ না করতে পারলে ভরসা অবশ্যই পার্ক বা উদ্যান। আর এইসব চাপের মধ্যে জীবন যাপন করা মানুষের এবং কিশলয় শিশুদের মনে আনন্দ দিতে এই প্রদর্শনী বলে জানালেন উদ্বোধক পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো।
প্রতিযোগিতামূলক এই প্রদর্শনী জেলার ফুল প্রেমীদের কাছে যেন হট কেক। বাড়িতে মরশুমের আগে থেকে যত্ন করে এই প্রদর্শনীতে সাফল্য পাওয়ার জন্য রকমারি ফুলের চারা লাগিয়ে লালন-পালন করেন প্রতিযোগী ফুল প্রেমীরা। বাগানের রানী গোলাপ থেকে শুরু করে শীতপ্রধান এলাকার পিটুনিয়া, পেঞ্জি, এসট্রা, ডায়ান্থাস আরও কত কি রয়েছে। রয়েছে ডালিয়া, বোগান ভলিয়া, রকমারি গাঁদা, বনসাই, ফুলদানির প্রদর্শন। সফল প্রতিযোগীদের ফল, সবজি, ফুল, পাতাবাহার ও বনসাই সুসজ্জিত করে প্রদর্শনীতে মেলে ধরা হয়েছে দর্শকদের জন্য। তরতাজা ফুলে গুণ গুণ করে ভ্রমর মধু সংগ্রহের জন্য একবার চেখে দেখছে সেই সব ফুলগুলোতে। প্রকৃতির এই শোভা চাক্ষুস করে তৃপ্ত হচ্ছেন দর্শক ও পুষ্প প্রেমীরা। পুরুলিয়া জেলার সবচেয়ে প্রাচীন এবং বড় আয়তনের এই পার্ক গড়ে উঠেছে প্রাণ কেন্দ্র সাহেব বাঁধের পাশেই। দুই দিন ধরে এখন পুরুলিয়াবাসীর গন্তব্যস্থল এখন সেখানেই।