সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ মে: বাড়ি বাড়ি সমীক্ষার সময় স্থানীয় মানুষদের সন্দেহ হওয়ায় দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বিকেলে বাঁকুড়া শহরের ১৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই মহিলা কর্মী সহ পাঁচজনের এক বেসরকারি সমীক্ষক দল বাড়ি বাড়ি সমীক্ষার কাজ করছিল। বাড়ির সদস্যদের পরিচয় সহ বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছিল। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিটির সদস্যরা সমীক্ষক দলটির কাছে তাদের পরিচয় জানতে চায়। তাদের সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে সমীক্ষক দলকে গ্রেফতার করে। সমীক্ষক দলটি বেসরকারি বলে জানা গেছে, কিন্তু কী সমীক্ষা করছিল তা জানা যায়নি। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে।