জঙ্গলমহলে মৎস্যজীবী দিবস পালন

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৩ নভেম্বর: বিশ্বের ৩২টি দেশের সঙ্গে এ রাজ্যের জঙ্গলমহলেও রবিবার বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত হয়েছেl জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের উদ্যোগে জামবনি, নয়াগ্রাম, সাঁকরাইল,  বিনপুর ১ ও ২ ব্লকের মৎস্যজীবী সমবায়গুলির সদস্যরা সরকারি জলাশয় ও নদীর পাড়ে সংগঠনের পতাকা উত্তোলন করেনl সংগঠনের পক্ষ থেকে শিলদা রাজার বাঁধ সহ কয়েকটি জলাশয়ের পাশে আলোচনা সভা হয়l দীর্ঘ তিন বছর ধরে সরকারের কাছে দাবি জানানো হলেও মৎস্যজীবীদের কোনোরকম পরিচয় পত্র দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন্দ্র নাথ মাহাতl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *