নীল বনিক, আমাদের ভারত, ২৯ মার্চ: লকডাউনে যখন বাইরে বেরোনো নিষেধ, এই পরিস্থিতিতে বাঙালির ঘরে রুই, কাতলা পৌছে দিতে উদ্যেগী হল রাজ্য রুই, কাতলা বাঙালির পাতে পৌছে দিতে কলকাতার রাস্তায় মাছ বিক্রি করবে মৎস্য নিগম। ইতিমধ্যেই মৎস্য নিগমের কর্তারা ভেড়ি থেকে মাছ তোলার কাজ শুরু করেছে।
করোনার জন্য বাজারে মাছের আকাল রয়েছে। দিঘার মাছ বাজার বন্ধ। গণপরিবহন ব্যাবস্থা চালু না থাকায় স্থানীয় মাছের আকাল কলকাতা শহরে। এমন অবস্থায় কলকাতার বাসিন্দাদের মাছের যোগান দেবে রাজ্য মৎস্য নিগম। সোমবার থেকেই বেশকয়েকটি গাড়ি শহর কলকাতায় ঘুরবে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার কয়েকটি জনবহুল জায়গায় নিগমের গাড়ি যাবে। সেখান থেকেই শহরের মধ্যবিত্ত বাঙালি মাছ কিনতে পারবেন। মাছের দাম নাগালের মধ্যেই থাকবে বলে জানাগেছে।